’মি টু’ ঝড়ে সামিল হলেন ইরানি অভিনেত্রী

যৌন
হেনস্তার অভিযোগে টালমাটাল বলিউড। একের পর এক অভিযোগ আসছে। এবার সেই অভিযোগের
খাতায় নাম লেখালেন ‘নমস্তে ইংল্যান্ড’-এর পরিচালক বিপুল অমৃতলাল শাহ।
তার
বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি।
অভিযোগ, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে অডিশনের নাম করে বার বার তাকে যৌন
হেনস্তা করেছেন পরিচালক।
‘মিড ডে’
ম্যাগাজিনে একটি কলাম লিখেছেন অভিনেত্রী ইলনাজ। সেখানেই তিনি বিপুল শাহর সঙ্গে নিজের
খারাপ অভিজ্ঞতার কথা লিখেন।
ইলনাজ
লিখেন, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে
জানিয়েছিলেন বিপুল। ছবিতে সুযোগ দেওয়ার নাম করে বার বার অডিশনের জন্য ডেকে
পাঠিয়েছেন। কিন্তু কোনও চুক্তিতে সই করাননি।
অভিনেত্রী
আরও লিখেছেন, প্রথম সাক্ষাতেই এমনভাবে কথা বলছিলেন বিপুল, যেন ওই চরিত্রে আমিই
অভিনয় করছি। অথচ কোনও অডিশন নেওয়া হয়নি। একবার ইলনাজ নিজেই বিপুলের অফিসে গিয়ে
দেখা করেন।
তিনি
আরো লিখেন, অফিসে গেলে বিপুল আমার এত কাছে চলে এসেছিলেন যে, অস্বস্তি হচ্ছিল।
তারপর আচমকাই চুমু খান তিনি। ওই বৈঠকের পর ইনলাজ তার ম্যানেজারকে জানান, বিপুল শাহ
তাকে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে নিচ্ছেন। এসময় তার ম্যানেজার বিপুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা
করেন। কিন্তু পরিচালক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
ওই
প্রতিবেদনে ইলনাজ জানান, এরপর আবারও বিপুলের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে ফের
তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন বিপুল। তিনি পিছনে সরে যান। জানতে চান, শুটিং কবে
হবে?
অভিনেত্রী
অভিযোগ করে লিখেন, আমি তিন মাস ধরে নির্যাতনের শিকার হয়েছি। আমি নিশ্চিত যে,
বিপুলের সঙ্গে বিছানা শেয়ার করলে ওই চরিত্রটা পেতাম। কারণ যতবারই আমি ওর
অফিসে গিয়েছি, ততবারই আমাকে খারাপভাবে ছোঁয়া, গায়ে হাত দেওয়া ও চুমু খাওয়ার
চেষ্টা করেছেন বিপুল। আর সেই সুযোগ দেইনি বলে আমাকে ‘নমস্তে ইংল্যান্ড’
ছবিতে নেওয়া হয়নি।