সড়ক দুর্ঘটনায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিহত,আহত ১

চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন পরীক্ষার্থী।
সোমবার সকালে রিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থীর নাম সুমনা আক্তার। আহত পরীক্ষার্থীর নাম পিংকী আক্তার। হতাহতরা পোর্ট কোলনি ঘাসফুল গার্লস স্কুলের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, সোমবার সকালে রিকশায় করে পরীক্ষা কেন্দ্র যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে রিকশাটির সংঘর্ষ হয়।
এতে গুরতর আহত আবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন। আহত পিংকী আক্তারকে শিশু সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।