স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জে বাউল গানের অনুমতির দাবীতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে বাউল গানের অনুমতির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাউল শিল্পীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হেলাল সরকার, তাপসী, সালাম সরকার, আরিফ সরকার, সাঈদ সরকার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, করোনার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন গানের অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে বাউল শিল্পী, তাদের সহযোগী ও পরিবারের সদস্যরা চরম কষ্টে দিনযাপন করছেন।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যবিধি মেনে বাউল গান পরিচালনার দাবী জানান।