স্ত্রীর হাতে বৃদ্ধ খুন!
By Hossain
7 months ago
264

স্ত্রীর ছুরিকাঘাতে মো. রিদওয়ান (৬২) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ দুই ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ জুলাই) রাতে জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ তুলাতলী ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ জুলাই) সকালে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। রিদওয়ান ওই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৯ জুলাই) রাতে নিহতের সঙ্গে পরিবারের বাকি সদস্যের কথা কাটাকাটির ঘটনা ঘটে। সে সময় পরিবারের কোনো এক সদস্য রিদওয়ানকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেন। যদিও আটকের পরপরই নিহতের স্ত্রী নিজেই খুনের দায় স্বীকার করেন।
তবে প্রকৃত খুনি কে সেটা আমরা নিশ্চিত নই। পরিস্থিতি বিবেচনায় ছেলেকে বাঁচাতে তিনি মিথ্যা বলতে পারেন বলেও মনে করা হচ্ছে। এজন্য পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।