স্কটল্যান্ডে ছুরি হামলায় ৩ জন নিহত

যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডে গত সপ্তাহের ছুরি হামলার রেশ না কাটতেই এবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ছুরি হামলায় তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
শুক্রবার শহরটির একটি হোটেলে এ হামলার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সন্দেহভাজনকে গুলি করেছে এবং আহত আরো ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম বিবিসি।
সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে বলেন, কয়েকজন রক্তাক্ত মানুষকে জরুরি সেবাকর্মীরা চিকিৎসা দিচ্ছিলেন। সশস্ত্র পুলিশকেও ঘটনাস্থলে দেখা গেছে।
স্কটল্যান্ড পুলিশের প্রধান সহকারী কনস্টেবল স্টিভ জনসন বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আর কোনো বিপদ নেই। মানুষজনকে ঘটনাস্থলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্টিভ জানিয়েছেন,পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা সার্জন ঘটনাটিকে ‘খুবই গুরুতর’ বলে বর্ণনা করেছেন। এ ব্যাপারে তিনি খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
গত সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরের একটি পার্কে ছুরি হামলার ঘটনায়ও নিহত তিন জন নিহত হয়।