সৌদি নারীদের আবায়া পোশাকে আধুনিকতার ছোঁয়া
By Hossain
2 years ago
679

যেখানে কালো বোরকা ছাড়া নারীদের অন্য রঙের পোষাকে বাইরে দেখা যায় না। সংস্কৃতি ও আইনের কারনে নারীদের বাহ্যিক পোষাক শুধুই কালো বোরকা সেখানে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন সৌদির নারীরা।
সম্প্রতি সৌদিতে জনপ্রিয় হয়ে উঠেছে এক ধরনের ‘রঙিন আবায়া’ বা বোরকা। স্পোর্টস আবায়া নামে পরিচিত এ পোষাককে সৌদির নারীরা নিজেদের সংস্কৃতির অংশ বলছেন।
.
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানা যায়, গত মাসে সৌদি আরবের জেদ্দা শহরে নারী ক্রীড়াবিদ বোরকার এই নতুন ভার্সন পরে জগিং করছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল।
এইসব বোরকার জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন বোরকার ফ্যাশন ডিজাইনার ইমান জোহার্জি।
এই পোশাক পরিহিত এক নারী এএফপিকে বলেছিলেন, ‘শাড়ি যেমন ভারতীয় সংস্কৃতির অংশ, তেমনই আবায়াও আমাদের সংস্কৃতির অংশ। ’
এইসব বোরকার বা আবায়ার জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন বোরকাটির ডিজাইনার ইমান জোহার্জি নিজেই । বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, এই বোরকার এখন বিশাল চাহিদা। বিভিন্ন রঙের এই স্পোর্টস বোরকা পরাকে সৌদি নারীদের ক্ষমতায়নের অন্য একটি প্রতীক বলে তিনি অভিহিত করেন।
স্পোর্টস আবায়া পরিহিত এক নারী এএফপিকে বলেছিল, ’সৃষ্টিকর্তা যদি চাইত নারীরা খেলাধুলা করবে না, তাহলে আমাদেরকে পেশী, এমনকি শরীরও দেওয়া হতো না। আমি কী পরছি, তা নিয়ে প্রশ্ন করার অধিকার কারো নেই। ’
কেন জনপ্রিয় হয়ে উঠছে এক পোষাক?
এতদিন সৌদি আরবে বোরকা মানেই ছিল কালো রঙের পোশাক। জিপারযুক্ত জাম্পস্যুটের মতো দেখতে এই স্পোর্টস বোরকা নারীদের সারা শরীর ঢেকে রাখলেও পরতে বেশ আরামদায়ক এবং এটি পরে কোনোরকম অসুবিধা ছাড়াই নড়াচড়া করা যায়। এই স্পোর্টস বোরকার সঙ্গে মাথায় স্কার্ফ ও তার ওপর বেসবল ক্যাপ পরে অনেক সৌদি নারী নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড চালু করেছেন।