সালমান খানে মুগ্ধ দিশা পাটানি

এখন পর্যন্ত ৫টি সিনেমা
ক্যারিয়ারের ঝুলিতে জমা পড়েছে দিশা পাটানির। এরমধ্যে ‘ভাগি
টু’ দিয়ে ক্যারিয়ারের মোড় কিছুটা ঘুরেছে তার। তবে বলিউড নায়িকাদের
ক্যারিয়ারে ওপরে ওঠার অন্যতম সিঁড়ি ‘খান’রা।
আমির খান, শাহরুখ খান বা
সালমান খান, যে কারো সাথে পর্দা ভাগাভাগি মানে ক্যারিয়ারে বাজীমাত। দিশারও
ক্যারিয়ারের ৬ নম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সাথে। আর এ নিয়ে শুরু
থেকেই দিশার কদর যেন বেড়ে গেল। সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভারত’-এ
দেখা যাবে দিশাকে। সিনেমার শুটিংয়ে সালমানের সাথে অভিজ্ঞতা প্রসঙ্গে দিশা বলেন, ‘সালমান
খান অসাধারণ একজন মানুষ। এছাড়াও দারুণ একজন সহ-অভিনেতা। পুরো শুটিং থেকে তার কাছ থেকে
শেখার অনেককিছু ছিল। এটা এক কথায় চমৎকার অভিজ্ঞতা।’ ‘ভারত’
ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। যেখানে দিশা ছাড়াও আরো দেখা যাবে
ক্যাটরিনা কাইফকে।
নিজের অভিনয় প্রসঙ্গে
জানতে চাওয়া হলে দিশা বলেন, ‘আমি নিজের অভিনয় বিচার করতে পারবো না। অভিনয় নিয়ে কথা বলতে আমার লজ্জাও
করে। তাই সবার সাথে বসে আমার সিনেমাও দেখি না।’ গণমাধ্যমে দেওয়ার এই
সাক্ষাৎকারে দিশা তার ফ্যাশন বিষয়েও কথা বলেন। দিশা বলেন, ‘আমি
ফ্যাশন সচেতন নই। যা পরে আরাম পাই সেটিই পরি। এ নিয়ে আমার বাড়তি কোনো সময় ব্যয় করি
না।’