সামান্য সহযোগিতা বাঁচাতে পারে জান্নাতুল নাঈমের প্রাণ
By Abdul Hannan
8 months ago
3399

তার জীবনপ্রদীপ নিভু নিভু করছে। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ তার পরিবারের কাছে নেই। তাই তারা আর্থিক সহায়তা চেয়েছেন।
জান্নাতুল নাঈমের ভাই মো. সাইফুল বলেন, ‘আমার বোনকে গত ২ ডিসেম্বর হাসপাতালে নিয়ে যাই। গত সপ্তাহে তাকে বাসায় নিয়ে এসেছি। এখন সপ্তাহে তিন দিন সোনার বাংলা ফাউন্ডেশনে ডায়ালিসিস করাতে হয়। এজন্য খরচ হয় ১৮০০ টাকা। ইনজেকশনের জন্য লাগে ১৯০০ টাকা।’
সুমন জানিয়েছেন, জান্নাতুল নাঈমকে প্রথমে আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কিডনি ইনস্টিটিউটে নিয়ে যান তারা। এরপর নেওয়া হয়েছে কিডনি ফাউন্ডেশনে। সেখান থেকে পপুলার হাসপাতাল।
সুমনের কথায়, ‘আমার বোনকে সুস্থ করার আশায় হাসপাতালে ছোটাছুটি করেছি। পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. সারোয়ার ইকবাল বলেছেন, ওর বয়স অল্প। ফলে কিডনি প্রতিস্থাপন করা যাবে। তাই আমরা আশা নিয়ে বসে আছি। আমাদের কাছে অত টাকা নেই। তাই দেশের মানুষের কাছে বোনের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চাইছি। সবার সহযোগিতা পেলে আমার বোনের জীবন বাঁচতে পারে।’
জান্নাতুল নাঈমের বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগে দুই বছর আগে মারা যান। তার কিডনির সঙ্গে মা আর ভাইয়ের কিডনি ম্যাচ হয়নি। তাই চিকিৎসকরা দেশের বাইরে নিয়ে তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:
Eastern Bank Ltd.
Maijdee Branch
Md Saiful Islam.
A/C no: (0221260075901)
রকেটে টাকা পাঠানোর ব্যক্তিগত অ্যাকাউন্ট ( 018158060801)। বিকাশে টাকা পাঠানোর ব্যক্তিগত অ্যাকাউন্ট (01815806080)।
আর্থিক সহায়তা পাঠানোর আগে সাইফুল এর সঙ্গে (01815806080) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।