সাইবার হামলা রুখতে আইআইটি গবেষকদের আবিষ্কার ‘শক্তি’

মোবাইল ফোন, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট মিটারে খুব তাড়াতাড়ি নতুন মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হবে৷ নয়া এই মাইক্রোপ্রসেসর সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি৷ নাম রাখা হয়েছে ‘শক্তি৷’ আইআইটি মাদ্রাজের গবেষকরা হলেন শক্তির কারিগর৷ এই আবিষ্কারের ফলে দেশের ডিজিটাল জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে৷
শক্তির বিশেষত্ব কী? প্রথমত দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম একটি মাইক্রোপ্রসেসর৷ যা কম্পিউটার, মোবাইল সব বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে৷ দ্বিতীয়ত, আইআইটি মাদ্রাজের দাবি, নয়া মাইক্রোপ্রসেসর ব্যবহার করলে তাতে সাইবার হামলার সম্ভাবনা তুলনামূলক কম৷ কেন এই দাবি করা হচ্ছে? গবেষকরা জানিয়েছেন, শক্তি অন্যান্য বিদেশি কোম্পানির তৈরি প্রসেসরের মতোই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে৷
এই মাইক্রোপ্রসেসরটি চন্ডীগড়ের ইসরোর ল্যাবরেটরিতে তৈরি করা৷ সেটি অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ৷ কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইসগুলিতে বিদেশি কোম্পানির তৈরি প্রসেসরের বদলে শক্তির ব্যবহার বাড়ালে সাইবার অ্যাটাকের সম্ভাবনা সেখানে অনেক কম৷ ফলে প্রতিরক্ষা বা সরকারি ইনটেলিজেন্স এজেন্সিগুলি শক্তির ব্যবহার করতেই পারে৷ এতে তাদের ডাটা সুরক্ষিত থাকবে৷
আইআইটি মাদ্রাজকে গবেষণা করতে আর্থিকভাবে সহায়তা করেছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি৷ শক্তি প্রসেসরটি কম্পিউটারে পরীক্ষাভাবে ব্যবহারও করা হয়েছে৷ পরীক্ষায় সসম্মানে পাশও করেছে৷ গবেষকদের আশা এর ফলে বিদেশি প্রযুক্তিতে তৈরি হওয়া প্রসেসরের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে৷