সরিষাবাড়ীতে মাদক বাল্য বিয়ে নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
By md borhan uddin
8 months ago
2498

জামালপুরের সরিষাবাড়ী ঊপজেলার
বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজে, চলো
যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, বাল্য বিয়ে অপরাধ সবাই করি প্রতিবাদ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা তথ্য
অফিসের আয়োজনে দেশ ও জাতীয় অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত
ও সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা
ও চলচ্চিত্র প্রদর্শনী হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিনিয়ার তথ্য অফিসার নুরন্নবী খোন্দকার, সভাপতিত্ব
করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী
অফিসার সাইফুল ইসলাম, বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
গোলাম মোস্তফা, সহকারী তথ্য অফিসার আনোয়ার হোসেন, সাংবাদিক
আবুল হোসেন ও মোস্তফা আহমেদ
মনির প্রমুখ। পরে কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা
মাদক ও বাল্য বিয়ে নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত
হয়।