সরিষাবাড়িতে নির্বাচন হতে সরে গেলেন মাহমুদা খাতুন
By md borhan uddin
8 months ago
3401

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা
নির্বাচনে ২জন প্রার্থীর মধ্যে ১জন সরে
দাড়ান। তিনি হলেন মাহমুদা খাতুন শিখা। তার প্রতীক ছিল কলসি। আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে মাহমুদা খাতুন শিখা সরে আসার ঘোষনা দেন। তার ঘোষনার ফলে জেলী
আক্তার এর কোন প্রতিদ্বন্দ্বি থাকলো না। উপজেলা নির্বাচনে গিয়াস উদ্দিন পাঠান চেয়ারম্যান ও আবুল কালাম আজাদ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। মাহমুদা খাতুন শিখা সরে দাড়ানোর মধ্যে দিয়ে
উপজেলা নির্বাচনে আর কোন প্রাথীর্
প্রতিদ্বন্দ্বি থাকলো না।