শীতে ত্বক থাকুক প্রাণবন্ত !

কনকনে উওরের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনীর বার্তা। কিন্ত এ সময় ই ত্বকে দেখা দেয় নানান সমস্যা। আর এ সমস্যার প্রধান ভুক্তভোগী টিনএজাররা। রুক্ষতা,শুষ্কতা,ত্বক নিষ্প্রান হয়ে যাওয়া এ সময়ের প্রধান সমস্যা।
২. বলিরেখাঃ রুক্ষ ত্বকের সঠিক যত্নের অভাবে অল্প বয়সে বলিরেখা দেখা দিতে পারে।বয়স ৩০ এর পর ত্বকে বলিরেখা দেখা দেয়া স্বাভাবিক কিন্তু এর আগে হলে সেটি ভাববার বিষয় এর জন্য মধু ও এলোভেরা মিক্স করে ব্যাবহার করুন। বলিরেখা কমার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। দিনের বেলা একটু সময় নিয়ে নিম্নে দেয়া সহজ রূপচর্চা টি করতে পারেন, টকদই ও টমেটো পেস্ট এই দুটি উপকরন একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।ত্বকের লাবন্যতা বাড়বে।
৩. ব্রনঃ এ সময়ে ব্রনের প্রকোপ ও লক্ষ করা যায়।ব্রনের সমস্যা দেখা দিলে অতিসত্বর ডাক্তার এর শরণাপন্ন হওয়া উচিত। ব্রনের জন্য মাইল্ড সোপ ব্যবহার করা যেতে পারে এছাড়া মুখ ধোয়ার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন এতে ত্বকের ব্রনের প্রকোপ কমাতে সাহায্য করবে। ত্বক সংবেদনশীল। তাই ত্বকের যত্ন নিন যে কোন ঋতু তে।একটু খানি যত্নে আপনিও হয়ে উঠবেন সুন্দরী রমনী।
লেখা: আফরোজ আফসানা।