রোনালদো বিহীন এল ক্লাসিকো শুরু ১৯ আগস্ট

এল ক্লাসিকো মানেই একটু বাড়তি উত্তেজনা, পরতে পরতে শিহরণ। রিয়াল ও বার্সা মুখোমুখি হওয়া মানেই বিশ্বের সেরা সেরা তারকার মিলন মেলা।
বার্সার সঙ্গে একই দিনে লা লিগা শুরু হবে জিনেদিন জিদান ও ক্রিস্তিয়ানো রোনালদোহীন রিয়ালের। ১৯ আগস্ট থেকে মাঠে গড়াবে লা লিগার নতুন মৌসুম। প্রথম দিনেই মাঠে নামবে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর্নেস্তো ভালভার্দের দল আলাভেসের মুখোমুখি হবে আর রিয়ালের প্রতিপক্ষ গেটাফে। প্রথম রাউন্ডে ভ্যালেন্সিয়া-অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় ম্যাচও আছে।
লিগে নিজেদের শেষ ম্যাচে যথাক্রমে আইবার ও রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। মাদ্রিদের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর বার্নাব্যুতে খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে তারা মুখোমুখি হবে ১০ ফেব্রুয়ারি। রিয়াল তাদের শেষ ম্যাচ খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে।
লা লিগার নতুন মৌসুমে প্রথম ‘এল ক্লাসিকো’ ন্যু ক্যাম্পে গড়াবে। ১৮ অক্টোবর বার্সার মাঠে আতিথ্য গ্রহণ করবে রিয়াল। ‘এল ক্লাসিকো’র ফিরতি লড়াই ৩ মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। লা লিগায় এবারই প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে।