রায়েরবাগে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত
By Hossain
1 month ago
2967

রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাকচাপায় দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও আবুল বাশার (৩২)।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, ভোরে রায়েবাগ জিয়া সরণি রোডে ট্রাক থেকে ইট মালিক হারুন অর রশিদের ইট নামাচ্ছিলেন শ্রমিকরা। তখন পিছন থেকে আর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হারুন। আহত অবস্থায় শ্রমিক বাশারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মৃত বাশারের বাবার নাম রাকেজ হাওলাদার। তিনি ঢাকা ম্যাচ এলাকায় থাকতেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।