যৌবনে ঝড় তোলা চিত্রনায়িকার শেষ পরিণতি কঙ্কালসার ছবি ভাইরাল

এক সময়ে ছিলেন পর্দা কাঁপানো অভিনেত্রী। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নিশা নুর। অনেক পুরুষেরই স্বপ্ন ছিল তাঁকে ঘিরে। তামিল এবং মালয়ালি সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন নিশা। তবে ২০০৭ সালে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তবে সম্প্রতি নায়িকার মৃত্যুর আগে চেহারার রূপ যে আকার ধারণ করেছিল তারই একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
যে পুরুষরা তাঁকে নিয়ে রঙিন স্বপ্ন দেখতেন তাঁরা নিশার এই চেহারা দেখলে আঁতকে উঠবেন। অনেকে বলেন, তামিল সিনেমার জগৎ ছেড়ে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করা হয় নিশাকে। একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ায় তাঁর শরীরে বাসা বাধে মারণব্যাধী এইডস।