যশোরে ইউনিস্টেগ লোকাল স্টোরেজের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে এফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় প্লাটফরম ইউনিস্টেগ লোকাল স্টোরেজের কার্যক্রম শুরু করার প্রত্যয় নিয়ে রোজ বুধবার, বিকাল- ০৩.৩০ মিনিটে পৌর পাক যশোর এ DLP-Unistag ১ম সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লোকাল স্টোরেজ কোথায় হবে, LSM এবং DPM এর দায়িত্ব কি হবে এ নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও কি কি প্রোডাক্ট নিয়ে লোকাল স্টোরেজ চালু হবে এবং Unistag App কিভাবে প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো যায় এ নিয়েও আলোচনা করা হয়। DLP-Unistag এর সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে একযোগে কাজ করার জন্য সকল সদস্যগন দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
আলোচ্য বিষয়ঃ
১- লোকাল স্টোরেজ কোথায় হবে
২- LSM এর দায়িত্ব কি হবে।
৩- DPM এর দায়িত্ব কি হবে।
৪- কিভাবে লোকাল স্টোরেজ চালু হবে এবং কি কি প্রোডাক্ট নিয়ে চালু হবে।
সিদ্ধান্তঃ
১- লোকাল স্টোরেজ এর পয়েন্ট যশোর সদরে
২- আগামি 5-8-২০২০ এর মধ্যে পণ্যের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ সম্পন্ন করা।
৩- লোকাল স্টোরেজের প্রাথমিক পণ্য হলো- চাল,ডাল,মসলা,মুরগি,মাছ,গোস্ত।
৪- প্রতি ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় LSM সহ ৫ জন উপস্থিত থাকবে।
৫- এমডি স্যারের পরামর্শ অনুযায়ী এপস এর প্রচারণারর তারিখ নির্ধারণ করা হবে।
৬- সকলের পরামর্শক্রমে পরবর্তী সভার তারিখ ঠিক করা হবে।
এফিলিয়েট মার্কেটিং বিশ্বব্যাপী একটি নন্দিত সিস্টেম যার মাধ্যমে পুঁজি, রিস্ক ব্যতীত ইনকাম করার একটা চমৎকার উপায়।
দায়িত্ব প্রাপ্ত লিডারগণ অরবিট টাইমস প্রতিনিধি কে জানান আগামি এক মাসের মধ্যে পাবনা কে ইউনিস্টেগের সবচেয়ে বড় হাবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।