ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০১৯-২০ এর অভিষেক
By Sustir Sarker
1 year ago
12938

শনিবার সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কার্যকরি পরিষদ ২০১৯-২০ এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিগত ডিসেম্বর মাসে শেরপুর গজনীতে এই কমিটি নির্বাচনের সভা অনুষ্ঠিত হযেছিল বলে জানা যায়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা অবাধ স্বাধীনতা ভোগ করছেন। শেখ হাসিনা সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার উন্নয়নে এক দশক ধরে এই সরকার কাজ করে যাচ্ছে। ” অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, তিনি বলেন, “বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। শেখ হাসিনার সকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরুন। সরকার আপনাদের পাশে আছে, আগামীতেও থাকবে।” তিনি তার বক্তব্যে, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কার্যালয়ে জন্য জমি বন্দোবস্ত করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। ”
ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিকসম্পাদক ভজন সরকারের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি লাভলু পাল চৌধূরী, বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি এম মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন খসরু।
শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।