মোনাকোর কোচ হলেন আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি

ফরাসী
ফুটবলে লীগ ওয়ানের দল মোনাকোর কোচ হলে আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি। লীগে
ধুকতে থাকা ক্লাবটির পক্ষ থেকে স্বদেশী এ সাবেক তারকাকে নিয়োগ দেয়ার কথা জানানো
হয়েছে।
২০১৬
সাল থেকে বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা বিশ্বকাপ জয়ী ফ্রান্স
দলের সদস্য ৪১ বছর বয়সী অঁরির সঙ্গে ২০২১’র জুন পর্যন্ত দুই বছরের চুক্তি
করেছে মোনাকো।
অঁরি
বলেন, ‘দলের কোচ হিসেবে সুযোগ দেয়ায় আমি মোনাকোকে ধন্যবাদ জানাই। এ নিয়োগ
পাওয়া আমার জন্য বিশেষ কিছু। পুনরায় এএস মোনাকোতে ফিরতে পেরে আমি আনন্দিত এবং
সামনের চ্যালেঞ্জগুলো গ্রহণে আমি দৃঢ়প্রতিজ্ঞা। খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ এবং কাজ
শুরু করতে আমার তর সইছেনা।’
মোনাকোতে
খেলোয়াড় হিসেবে পাঁচ বছর কাটানোর পর জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনা এবং নিউ
ইয়র্ক বুলসে যোগ দেন অঁরি।
ফ্রান্স
জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে ৫১ গোল এ সাবেক তারকা কেবলমাত্র ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়
করেননি। ২০০০ সালের ইউরো শিরোপাও জয় করেন তিনি।