মেলান্দহ অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষতি
By md borhan uddin
8 months ago
3111

জামালপুরের মেলান্দহ উপজেলার
শ্যামপুর ইউনিয়নের দক্ষিন বালুর চর গ্রামে বেলাল হোসেনের ১০ টি গরু, ২০০ কেজি শুকনা মরিচ, সাড়ে তিন শত কেজি সরিষা, সেচের জন্য ১৯০
লিটার ডিজেল সম্পূর্ন পুড়ে যায়। বেলাল হোসেন জানান গত রাতে তার
গোয়ার ঘরে আগুন লাগে। আশেপাশে পানির ব্যবস্হা না থাকায় এলাকাবাসী
আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আগুন লাগার কারন জানেন না। আগুনে তার ১৫ লাখ টাকার সম্পদ
পুড়ে গেছে।