মেক্সিকোর বিপক্ষে আজ ব্রাজিলের মরণপণ লড়াই
By SHAILA PARVIN
7 months ago
399

আজ সোমবার রাতে সামারায় মেক্সিকোর বিপক্ষে মরণপণ লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
কাগজে-কলমে শক্তির বিচারে এগিয়ে ব্রাজিলই।। শেষ ষোলোর লড়াই নিয়ে ৪১বারের মতো মুখোমুখি হচ্ছে দু্ দল। যেখানে জয়ের পাল্লাটা ভারি। ২৩টি ম্যাচ জিতেছে সেলেসাওরা। মেক্সিকোর জয় মাত্র ১০টিতে। বিশ্বকাপের চার লড়াইয়েও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো। সবশেষ ২০১৪ সালে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গোল শূন্যতে।
একের পর এক ফেভারিটরা বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে। নক আউট থেকে সবশেষ বিদায় নিয়েছে স্পেন। এমন অবস্থায় চাপ থাকারই কথা ব্রাজিল কোচ তিতের ওপর। যদিও তিতে বলেছেন চাপ নিয়ে উদ্বিগ্ন নয় ব্রাজিল। খেলতে চায় নির্ভার থেকেই, ‘নক আউটের চাপ আমরা গ্রুপের দ্বিতীয় ম্যাচ থেকেই নিচ্ছি। সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে আমাদের কাছে এখন প্রতিটা ম্যাচই নক আউট। তাই নির্ভার হয়েই মাঠে নামবো।’
মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়োর্টার রাউন্ডের ম্যাচে মার্সেলোকে শুরুতে পাচ্ছে না ব্রাজিল। সাইড বেঞ্চে থাকবেন এ ফুল ব্যাক। দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে বলে ধারণা দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।
ব্রাজিলের একাদশে শুরুতে দেখা যেতে পারে ডিফেন্ডার ফিলিপে লুইজকে। রাইট ব্যাক দানিলোকেও দেখা যেতে পারে আজ। মেক্সিকো দলে থাকছেন না সেন্টার ব্যাক হেক্টর মোরেনো। দুই হলুদ কার্ড পাওয়ায় এই দুর্গতি। তার বদলে থাকবেন হুগো আয়ালা।