মানিকগঞ্জে ৩০০ পরিবারকে কম্বল উপহার দিলো বসুন্ধরা গ্রুপ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ৩০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব চত্বরে উপহার হিসেবে কম্বল দুস্থ জনগণের হাতে এসব কম্বল তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর এস মঞ্জুর রহমানসহ আরও অনেকে।
জেলা প্রশাসন, জেলা পরিষদ, প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে এবারের শীতে মানিকগঞ্জের তিন হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।