মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করছে সৌদি

ইরানের প্রেসিডেন্ট ড.
হাসান রুহানি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের
নিন্দা করে বলেছেন, মার্কিন সরকারের সমর্থন ছাড়া এই নিকৃষ্টতম হত্যাকাণ্ড সম্ভব
হয়নি।
তিনি বলেন, আজকের বিশ্ব
এবং এই শতাব্দিতে আমরা এমন পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড দেখছি যা কেউ কল্পনা
করতে পারে না।
বুধবার ইরানি
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তুর্কি তদন্ত
রিপোর্টে পরিষ্কার হয়েছে যে, জামাল খাশোগিকে সৌদি কন্স্যুলেট ভবনের ভেতরে হত্যা
করা হয়েছে।
প্রেসিডেন্ট হাসান
রুহানি বলেন, আমি মনে করি না যে, আমেরিকার সমর্থন ছাড়া কোনো দেশ এ ধরনের
হত্যাকাণ্ড ঘটাতে পারে। মার্কিন সরকার খাশোগি হত্যার ঘটনা ধামাচাপা দিতে এবং মিত্র
সৌদি আরবকে বাঁচানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
হাসান রুহানি বলেন,
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা পুরো পাশ্চাত্য ও মানবাধিকারের কথিত নেতাদের জন্য বিরাট
পরীক্ষা। এসব দেশের মানবাধিকারের প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে খাশোগি হত্যার ঘটনায় তা
পরিষ্কার হবে।