বিয়ে করে সমস্যায় ভুগতে চান না সালমান খান

বিয়ে
নিয়ে বিস্ফোরক কথা বললেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি বলেন, 'বিয়ে করে
সমস্যায় ভুগতে চাই না।'
টিভি রিয়্যালিটি শো বিগবসের ১২ তম আসরে তিনি এ কথা বলেন।
তিনি
আরও বলেন, যারা বিয়ে করেছে তারা আমাকে এই প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে এ তারকা
বলেন, তোমরা বিয়ে করে নানা সমস্যায় জর্জরিত। আমায় কেন সেখানে জড়াতে চাচ্ছো? আমি
এভাবেই অনেক সুখে আছি।
দাবাং-খ্যাত
এ সুপারস্টারের বিয়ে নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জনের শেষ নেই। সালমানের বিয়ে নিয়ে বের
হয় নানা চাঞ্চল্যকর সংবাদ। কিন্তু কোন সংবাদের সত্যতা আর পাওয়া যায়নি।