বিরহ কাটিয়ে ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি

দীর্ঘ দিন সিনেমায় দেখা যায়নি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। সর্বশেষ ২০১৫ সালে তাকে ‘বাই দ্য সি’ ছবিতে বড় পর্দায় দেখা গিয়েছিল। এর মধ্যে ব্যক্তি জীবনের ঘটে যাওয়া নানা ঘটনায় আলোচিত হয়েছেন এই অভিনেত্রী।
ব্র্যাড পিটের সঙ্গে সংসার জীবনের বিচ্ছেদ। সন্তানদের নিয়েও নানাভাবে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। এবার বিরতি কাটিয়ে সিনেমায় ফিরতে চলেছেন জোলি। হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমের মারফতে জানা গেছে, নতুন একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
সিনেমার নাম ‘দ্য কেপ্ট’। ২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। সিনেমার গল্পে দেখা যাবে, একটি বাড়ির মা এবং ১২ বছরের ছেলে ছাড়া সবাই রহস্যজনকভাবে খুন হন। ১২ বছরের ছেলেকে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নামেন ওই নারী।
অ্যাকশন থিলারধর্মী ছবিতে ওই নারীর চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় জোলির ফিরে আসার খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। তবে দেখার অপেক্ষা নতুন সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা কতটা রাখতে সক্ষম হন।
খুব তাড়াতাড়ি শুরু হবে সিনেমাটির কাজ । তাই সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি।