বিজয়ের মাসে প্রথম দিনেই শুরু হবে স্বাধীনতা কাপ

ডিসেম্বর মাসের প্রথম দিনেই শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ। ‘গ্রুপ অব ডেথে’ শেখ জামাল ও শেখ রাসেলের সঙ্গে আছে নতুন শক্তি বসুন্ধরা কিংস
ফেডারেশন কাপ শেষে ৩০ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগ ফুটবল। কিন্তু নির্বাচনের কথা চিন্তা করে ওই দিনই স্বাধীনতা কাপ ফুটবল করার ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে সিদ্ধান্তেও অটল থাকতে পারল না বাফুফে। এক দিন পিছিয়ে ১ ডিসেম্বর থেকে শুরু হবে ২০১৮ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। অর্থাৎ বিজয়ের মাসের প্রথম দিনে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ।
আজ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। নবাগত বসুন্ধরা কিংসকে যোগ করে সর্বশেষ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনুযায়ী দলগুলোকে চার পাত্রে রেখে লটারির মাধ্যমে করা হয়েছে ড্র। গ্রুপ অব ডেথ আখ্যা পেয়েছে ‘ডি’। এই গ্রুপে শেখ জামাল ও শেখ রাসেলের সঙ্গে আছে নতুন শক্তি বসুন্ধরা কিংস। সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে এই তিনটি দলই। এ ছাড়া ‘এ’ গ্রুপে খেলবে সাইফ স্পোর্টিং ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ও বিজেএমসি। ‘বি’ গ্রুপে চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ ও নোফেল স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে সদ্য ফেডারেশন কাপ জয়ী আবাহনীর সঙ্গী ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা।
গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর। যদিও এখনো পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেনি বাফুফে।