IMG-LOGO
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
English Hindi
Log In
বাংলাদেশ
রাজনীতি
অর্থনীতি
বিশ্ব
খেলা
বিনোদন
বিজ্ঞান ও প্রযুক্তি
লাইফ স্টাইল
ড্রিমপ্লয় সংবাদ
শিক্ষা
ক্যারিয়ার
স্বাস্থ্য
কৃষি
অগ্নিশিখা
সাহিত্য
ফিচার
সম্পাদকীয়
মতামত

  • Advertisement
  • Contact
  • About Us

IMG-LOGO
  • শিক্ষা
  • শিক্ষাবার্তা
  • জেএসসি
  • এসএসসি
  • এইচ এস সি
  • বিশ্ববিদ্যালয়
  • ক্যাম্পাস
বন্ধ হয়ে গেল ৩০০ শিক্ষার্থীর পড়ালেখা,নিভে গেল জ্ঞানের আলো
By Hossain  3 weeks ago
 3980 

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরের ড্রেজার জুনিয়র হাই স্কুলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ওই স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। তারা আশপাশের কোনো স্কুলেও ভর্তি হতে পারছে না। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে সর্বশেষ প্রায় তিন শ শিক্ষার্থী ছিল।

জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্কুলটি বন্ধের সিদ্ধান্ত হয়। নতুন বছরের প্রথম দিনে বিতরণের জন্য শিক্ষা অফিস থেকে সরকারি বইও এসেছিল। কিন্তু কর্তৃপক্ষের আদেশে ওই সব বই ফেরত দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্কুলটিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় তিন শ শিক্ষার্থী লেখাপড়া করত; যার মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে এবং ষষ্ঠ শ্রেণিতে মাসে ৬০ টাকা, সপ্তমে ৭০ টাকা ও অষ্টম শ্রেণিতে ৮০ টাকা বেতন দিত শিক্ষার্থীরা। এর বাইরে প্রয়োজনীয় অন্যান্য খরচ ড্রেজার পরিদপ্তর নির্বাহ করত। স্কুলে প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষক ও একজন পিয়ন কর্মরত ছিলেন। সর্বশেষ লস্কর পদে কর্মরত নিজামউদ্দিনকে প্রধান শিক্ষক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য শিক্ষক ও পিয়ন ড্রেজার পরিদপ্তরে ঠিকাদারের অধিভুক্ত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জনবল কাঠামো গেজেট আকারে প্রকাশিত হয়। কিন্তু কিছুসংখ্যক কর্মকর্তার কারসাজিতে ড্রেজার পরিদপ্তরের স্কুল ও শিক্ষকদের এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০১৮ সালের ২৫ অক্টোবর ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এক চিঠিতে জানান, স্কুলটি যেহেতু প্রকাশিত গেজেটে স্থান পায়নি, তাই নতুন বছরে কোনো শিক্ষার্থীকে যেন ভর্তি করা না হয়। পরে ওই বছরের ৩ ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্কুলটি বন্ধের সিদ্ধান্ত হয়। স্কুলটির শিক্ষার্থীদের প্রায় সবাই দরিদ্র। চলতি বছর থেকে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় ওই শিক্ষার্থীদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, বর্তমানে স্কুলটির বেশির ভাগ শিক্ষার্থীই ড্রেজার পরিদপ্তরের শ্রমিকদের সন্তান নয়। এরা স্থানীয় নিম্ন আয়ের বিভিন্ন পরিবারের সন্তান। এ কারণে বন্ধ করে দেওয়ার আগে স্কুলটির শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ তেমন চিন্তিত ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার পরিদপ্তরের কয়েকজন কর্মচারী জানান, লোকসানি প্রকল্প দেখিয়ে প্রকৌশলীরা স্কুলটি বন্ধ করে সেখানে একটি ট্রেনিং সেন্টার করার পাঁয়তারা করছেন।

স্কুলটির শিক্ষক পারভীন আক্তার মালা জানান, তিনি দীর্ঘ ২৮ বছর ধরে এখানে শিক্ষকতা করে আসছেন। প্রধানমন্ত্রী যেখানে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন, দেশকে আলোকিত করছেন, তখন ড্রেজার জুনিয়র স্কুলটি বন্ধ করে দেওয়া হলো। স্কুলটির বেশির ভাগ শিক্ষার্থীই আশপাশের বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। অনেকে কাজ করেও লেখাপড়া করত। বিদ্যালয়টি বন্ধ হওয়ায় কতগুলো কচি স্বপ্নের মৃত্যু হয়েছে। গত বছরের শেষ দিকে বিষয়টি জানতে পেরে তাঁরা পরিদপ্তরের প্রধান প্রকৌশলী ও সিবিএর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

স্কুলটির প্রধান শিক্ষক নিজামউদ্দিন বলেন, ‘আমাকে এখানে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্কুলটি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার একজন ডেপুটি ডিরেক্টর এসেছিলেন। তিনি স্কুলটির চেয়ার টেবিল ও আসবাবপত্রের তালিকা করে নিয়ে গেছেন।’

ড্রেজার পরিদপ্তরের সিবিএ সাধারণ সম্পাদক সিরাজুল হক জানান, গত সোমবার তাঁরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন। যাতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নিরক্ষরমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ, সেখানে ড্রেজার জুনিয়র স্কুলটি বন্ধ করে কর্তৃপক্ষ সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাতে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাঁরা দ্রুত স্কুলটি চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুদ্দিন আহমদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্তে স্কুলটি বন্ধ করা হয়েছে। এখানে আমার কিছু করার নেই।’ স্কুলটির জায়গায় ট্রেনিং সেন্টার করার পরিকল্পনার বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে তা হতে পারে। তেমন কিছু হলে মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই হবে।

 

 Like 1512
 Share
Recent News
আজ চকবাজারের অগ্নিদগ্ধদের পাশে প্রধানমন্ত্রী

1 hour ago
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন,আহত ৬

1 hour ago
জনগণের বিশ্বাস আমরা অর্জন করেছি, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

11 hours ago
ব্রাহ্মণবাড়িয়ায় আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে জাদুকরের মৃত্যু

11 hours ago
ওয়াহেদ ম্যানশনে জিনিসপত্র পুড়লেও অক্ষত কোরআন-হাদিসের বই

11 hours ago
ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান

17 hours ago

ভোট জালিয়াতি হওয়ায়, যুক্তরাষ্ট্রের নাইনথ ডিস্ট্রিক্টে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ

17 hours ago
চকবাজারে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি ভবনে লাল-কালো কালিতে সাইনবোর্ড

17 hours ago
সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না : সেতুমন্ত্রী

21 hours ago
নেত্রকোণায় প্রতিবন্ধী নারী ধর্ষন, আ:লীগ নেতা আটক

21 hours ago
Popular News
নারীর অগ্রযাত্রা সাধন করতে শেখ হাসিনার সরকারকে বার বার দরকার
Hossain
4 months ago

...

সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকে রচনা ব্যানার্জি
4 months ago
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জুলাইয়ে
7 months ago
৩৫ উপেক্ষা করে, ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
5 months ago
বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন যুদ্ধবিদ্ধস্থ ফিলিস্তিন
4 months ago
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর
4 months ago
Head Office & Marketing Office:

House # 49, Road # 12,
Sector # 11 Uttara - 1230,
Dhaka, Bangladesh

Phone: +8801716967050

E-mail: orbittimes2017@gmail.com

About Us
  • About Us
  • Term & Conditions
  • Privacy Policy
  • Feedback
Tools & Social Media
  • Facebook
  • Youtube
  • Download App

All Right Reserved © Orbititmes