বগুড়ায় আইটি ইনস্টিটিউট নিয়ে আলোচনা সভায় ড্রিমপ্লয়
By Hossain
1 year ago
6250

আজ দুপুর ১২ টায় বগুড়া কলোনিতে ড্রিমপ্লয় এর উদ্যোগে আই টি ইন্সটিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিনিধি মোঃ আবু সাইদ সহ ড্রিমপ্লয় এর সিনিয়র সদস্য বৃন্দ । বাংলাদেশকে বেকারমুক্ত এবং দারিদ্রতা দূরিকরনের পাশাপাশি আই টি তে দক্ষ জন গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়। এ বিষয়ে ড্রিমপ্লয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আবু সাইদ উল্লেখ করেন । সিনিয়র লিডার মেহেদি আশাবাদ ব্যক্ত করেন যে, পূর্বের ন্যায় বগুড়াবাসি ড্রিমপ্লয় এর সাথে আন্তরিক ভাবে কাজ করার জন্য বিভিন্ন প্রজেক্ট এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করবে। আই টি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হলে আমরা কেরিয়ার ডেভেলপ করতে পারব বলে আব্দুর রশীদ আশা প্রকাশ করেন।