ফরিদগঞ্জের লোহাগড় রাজবাড়ি ও মঠ বিলুপ্তির পথে
By Anamul Hasan
1 month ago
3520

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের লোহাগড় গ্রামের লোহাগড় রাজ বাড়ি ও লোহাগড় মঠ আজ বিলুপ্তির পথে। এক সময় এই রাজ বাড়ী ও লোহাগড় মঠ নিয়ে নানা কথা শুনা যেত। লোক মুখে প্রচলিত আছে, লোহাগড় জমিদাররা তিন ভাই ছিল। তারা ছিল প্রভাবশালি ও অত্যাচারী। তাদের বাড়ির সামনে দিয়ে কোন গর্ভবতী মহিলা যাতায়াত করলে তারা তিন ভাই গর্ভে ছেলে না মেয়ে সন্তান তা চ্যালেঞ্জ করত এবং গর্ভবতী মহিলার পেট কেটে সন্তান বের করত। তাদের মা একদিন বলল দুধ খাবে তাই তারা তাদের পুকুর দুধ দিয়ে পূর্ণ করে মাকে দুধের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। লোহাগড় জমিদার বাড়ি ও তাদের তিন ভাই এর স্মৃতি বিজড়িত ০৩টি মঠ দেখতে বহুদুর হতে মানুষ আসত। এলাকার মানুষের মধ্যেও ছিল নানা রকম কৌতুহল। অনেকের ধারণা ছিল মঠ গুলোতে গুপ্ত ধন রয়েছে। তাই বিভিন্ন সময় গুপ্ত ধনের জন্য দুবৃর্ত্তরা মঠের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। মঠ হতে গত কয়েক মাস আগে কষ্টি পাথরের একটি মূর্তী চুরি হয়, পরে প্রশাসনের সহযোগিতার তা উদ্ধার করা হয়। তাছাড়া গুপ্ত ধনের সন্ধ্যানে রাতের আধারে দুকৃতিকারী মঠে হানা দিয়ে মঠের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। এর সাথে জড়িত সন্দেহে প্রশাসন ০২ জনকে গ্রেফতার করে। তাদের একজন শারীরিক প্রতিবন্ধী আরেকজন নাবালক। কিন্তু ঘটনার মূল হোতারা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। শত শত বছরের স্মৃতি বিজড়িত লোহাগড় জমিদার বাড়ি ও লোহাগড় মঠ সংরক্ষণ করা এখন সময়ের দাবী। এলাকাবাসী মনে করেন প্রশাসন জরুরী ভিত্তিতে এই রাজবাড়ী ও মঠ সংরক্ষণের জন্য পদক্ষেপ নিবে।
চাঁদপুর জেলা প্রতিনিধি/এনামুল হাসান