পেঁয়াজ বিক্রির টাকা মোদীকে পাঠিয়ে কৃষকের প্রতিবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেঁয়াজ বিক্রির টাকা পাঠিয়ে প্রতিবাদ
করেছেন মহারাষ্ট্রের এক কৃষক। তার অভিযোগ কৃষকেরা পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না।
মোদীকে টাকা পাঠানো
কৃষকের নাম সঞ্জয়। তিনি বলেন, 'এ বার ফলন ভালই হয়েছিল কিন্তু বাজারে দাম নেই।
স্থানীয় পাইকারি বাজারে কেজি প্রতি এক টাকা দর দেয় ব্যাপারীরা। শেষ পর্যন্ত এক
টাকা চল্লিশ পয়সা দরে রফা হয়। ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে হাতে পাই মাত্র ১০৬৪
টাকা।'
তিনি সংবাদ সংস্থা
পিটিআই-কে আরো বলেন, 'টানা চার মাস মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের দাম এই! এই
সামান্য টাকা দিয়ে কি করবো? তাই প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে পাঠিয়ে
দিই। মানি অর্ডার করতে খরচ হয়েছে আরও ৫৪ টাকা।’
জানা যায়, গত ২৯ নভেম্বর
নিফাদ পোস্ট অফিস থেকে ওই মানি অর্ডার করা হয়। ঠিকানা ছিল, ‘নরেন্দ্র
মোদী, প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া।'
এ ব্যাপারে সঞ্জয় বলেন,
আমি কোন রাজনীতি করি না। আমি কোন দলেরও না। কিন্তু কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের
উদাসীনতা ও বিরূপ মনোভাবে আমি হতাশ, ক্ষুব্ধ ও ব্যথিত। তাই এ কাজ করেছি।
ভারতে প্রায় ৫০ শতাংশ
পেঁয়াজের উৎপাদন হয় মহারাষ্ট্রের নাসিকে। কিন্তু প্রতিবছর সেখানকার কৃষকেরা
পেঁয়াজের ন্যায্য দাম পান না। এনিয়ে স্থানীয় অনেক কৃষক ইতিমধ্যে আত্মহত্যাও
করেছেন। তথ্য সূত্র: আনন্দবাজার।