পল ওয়াকারকে নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি ‘আই এম পল ওয়াকার’
By Hossain
2 years ago
777

হলিউডের বিখ্যাত ‘ফাস্ট অ্যান্ড দ্যা ফিউরিয়াস’ ছবির প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি ‘আই এম পল ওয়াকার’।
ব্রায়ান ও'কনার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ভক্তদের কাছ থেকে মন কেড়ে নেন এ তারকা। কিন্তু ২০১৩ সালের ৩০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নেন মাত্র ৪০ বছর বয়সী এ অভিনেতা। তার মৃত্যুর পরপরই মুক্তি পায় হ্যারিকেন ক্যাটরিনার ওপর নির্মিত 'আওয়ার্স', ‘পন শপ ক্রনিকেলস’ ও ‘ব্রিক ম্যানশন’।
প্যারামাউন্ট নেটওয়ার্ক টুইটারের এক পোস্টের মাধ্যমে জানায়, পল ওয়াকারের উদারতা ও করুণা সবসময় অন্যদের অনুপ্রারিত করে।
এ ডকুমেন্টারিতে পল ওয়াকারকে নিয়ে কথা বলেছেন অভিনেতা টাইরেস গিবসন, পরিচালক রব কোহেন, ওয়াইন ক্র্যামার। পরিবার সদস্য কডি ওয়াকার, ক্যালেব ওয়াকার, অ্যাশলি ওয়াকার ও মা শেরিল ওয়াকার তার জীবন নিয়ে কথা বলেন।
আমেরিকান ফিল্ম প্যারামাউন্ট থেকে এ ডকুমেন্টারি মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।