পরচুলার জন্য ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ দিলেন : সোনালি বেন্দ্রে

ক্যানসারের চিকিৎসা চলছে সোনালি বেন্দ্রের। সার্বক্ষণিক তাঁর পাশে আছেন পরিবারের সদস্য ও বন্ধুরা। সোনালিকে প্রায়ই তাঁরা ইনস্টাগ্রাম চালু করে দিচ্ছেন। এই সুযোগে নিজের ছবি পোস্ট করছেন সাবেক এই বলিউড তারকা। গতকাল বুধবার সকালে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে আরেক বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়েছেন।
কেমোথেরাপির প্রভাবে সোনালি বেন্দ্রের সব চুল পড়ে গেছে। এ জন্য অবশ্য কখনো কখনো পরচুলা ব্যবহার করছেন তিনি। পরচুলা পরা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আত্মপ্রেম যদি হয় পাপ’। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্ভবত প্রিয়াঙ্কাই পরচুলাটি উপহার হিসেবে দিয়েছেন সোনালিকে।
সোনালি লিখেছেন, ‘আত্মপ্রেম আমার প্রিয় পাপ।—আল পাচিনো। তবে সব সময় নয়, কখনো কখনো অতিভোজন। কিন্তু কে না চায়, তাঁকে সুন্দর দেখাক। আমরা নিজেকে যেভাবে দেখতে ভালোবাসি, সেটা কিন্তু মনের ওপর একটা প্রভাব ফেলে। ফলে আত্মপ্রেম দোষের কিছু নয়। আপনি আনন্দ পাচ্ছেন কি না, সেটাই জরুরি। হতে পারে সেটা একটা পরচুলা ব্যবহার বা টকটকে লাল ঠোঁটপলিশ লাগানো কিংবা উঁচু হিল পরা। এসব ছোটখাটো জিনিসে কিছু যায়-আসে না। তোমার ভালো-মন্দে কেউ নাক গলাতে আসতে পারে না। এ পরচুলাটা যখন পরলাম, মনে হচ্ছিল নিজেকে কি সুন্দর দেখাতে নেই? বিনোদন জগতের মানুষ হিসেবে তোমাকে সব সময় সুন্দর থাকতে হবে। আমার তো সেটাই মনে হয়। মনে হলো, আমাকে সুন্দর দেখাক, আমি সেটাই চাই। যখন ইচ্ছে হবে ওড়না প্যাঁচাব, যখন ইচ্ছে ন্যাড়া মাথায় থাকব। আপনিই জানেন, কী আপনাকে আনন্দ দেবে এবং আপনার জন্য কোনটা জরুরি।
বলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা সোনালি বেন্দ্রের শরীরে বাসা বেঁধেছে হাই গ্রেড ক্যানসার। চিকিৎসক জানিয়েছিলেন সারা শরীরে ছড়িয়ে পরা এ রোগের চতুর্থ স্তরে রয়েছেন তিনি, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।