নেইমার আবারো তরী ভিড়াচ্ছেন বার্সেলোনায়

দীর্ঘ দিন থেকে লোক মুখে শোনা যাচ্ছিল যে নেইমার নাকি আবারো যোগ দিতে যাচ্ছেন বার্সেলোনায়। এবার যখন স্প্যানিশ গণমাধ্যম খবরটি জানিয়েছে, প্যারিসের দলটি থেকে নেইমার যোগ দিচ্ছেন বার্সেলোনায়। ঠিক সেই মুহূর্তেই জাতীয় দলের সতীর্থ ও বার্সা তারকা আর্থার মেলোকে নিয়ে স্পেনের এই শহরেই ঘুরে বেড়াচ্ছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
এক প্রতিবেদনে দ্য সান জানায়, পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফির সঙ্গে নতুন চুক্তি করেছে নেইমার। ১৯৩ মিলিয়ন পাউন্ডের এই চুক্তিটি প্যারিস থেকে বার্সায় ফেরার জন্যই করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যমটি।
শোনা যাচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা নেইমারের থেকে বেশি ভরসা করতে আগ্রহী বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপের ওপর। আর তাই ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রাধান্য দিয়েই সামনে এগুতে চায় পিএসজি। আর তাই আগামী জানুয়ারিতেই ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত নেইমারকে ছেড়ে দিতে চাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
বার্সা ছেড়ে ২০১৭ সালের আগস্টে ২০০ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন নেইমার। ট্রান্সফার ফি’র রেকর্ড বইয়ে নাম লেখিয়ে হয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অন্যদিকে পুরাতন ক্লাব বার্সার প্রতি নিজের ভালোবাসা যে একটু কমেনি তার প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। সুযোগ পেলেই হাজির ন্যু ক্যাম্পে হাজির হয়ে থাকেন তিনি।