ধানমন্ডিতে অরবিট টাইমসের সেমিনার
By Nur Islam Nur
2 years ago
3789

গত ৩০ শে জুন ধানমন্ডিতে অরবিট টাইমস পত্রিকা পড়ে ইনকাম করার উপায় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এই প্রথম তিনটি ভাষায় প্রকাশিত প্রথম নিউজ পোর্টাল অরবিট টাইমসের যাত্রা উপলক্ষ্যে ড্রিমপ্লয়ের ধানমন্ডির লিডারবৃন্দ এক সেমিনারের আয়োজন করেন। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ড্রিমপ্লয় গ্রুপের চেয়ারম্যান ও সিইও জ্বনাব নূর ইসলাম নূর। তিনি বলেন ”ইন্টারনেটে আমরা যতটা সময় দেই তা থেকে যদি অল্প কিছু সময় ব্যয় করি অরবিট টাইমস পত্রিকায় , তবে এখান ভালো ইনকামের সুযোগ রয়েছে। ড্রিমপ্লয়ের অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের সাথে এটা একটা নতুন মাত্রা যুক্ত হলো। আশা করি ভবিষ্যতে ইনকামের আরো ইউনিক আইডিয়া ড্রিমপ্লয় নিয়ে আসবে।” সেমিনারে উপস্থিত ছিলেন আবু সাইদ, সেলিম মিয়া সহ ড্রিমপ্লয়ের সিনিয়র লিডারবৃন্দ।