মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সম্পদ তাঁর কণ্ঠ আর শরীর। নেচে-গেয়ে ২০ বছর বিশ্ববাসীকে উদ্দীপ্ত রেখেছেন এই শিল্পী। ইনস্টাগ্রামে আসার পর থেকে ক্ষণে ক্ষণে ভক্তদের জানান দিয়েছেন, শরীর ঠিক রাখতে কী পরিশ্রমটাই না করেন তিনি। তাঁর সাড়ে ৭ কোটিরও বেশি অনুসারী নিয়মিত সেই খবর পান।
সম্প্রতি পঞ্চাশের ঘরে পা রেখেছেন জেনিফার লোপেজ। গত ২৪ জুলাই ছিল তাঁর ৪৯তম জন্মবার্ষিকী। দিনটি কেমন কাটালেন তিনি? সম্ভবত এটিই ছিল তাঁর জীবনের সেরা জন্মদিন উদযাপন। বিকিনি পরে সৈকতে উল্লাস করেছেন বন্ধু ও পরিবারের সঙ্গে। এমনকি সেদিন সঙ্গে ছিলেন প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ।

জন্মদিনের এই উৎসবে লোপেজের পোশাক ছিল তারের বিকিনি। অনেকেই মন্তব্য করেছেন, এ কেমন জন্মদিনের পোশাক? কেনই বা সেই ছবি শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে? নিয়মিত শরীরচর্চায় শক্ত-সমর্থ শরীরের প্রায় সবটাই উন্মোচিত হয়েছে সেই ছবিতে। ভোগ অনলাইন লোপেজের গড়নকে বলছে ভাস্কর্যের মতো গড়ন। অনেকে প্রশংসা করে বলেছেন, ৪৯-এর লোপেজকে দেখাচ্ছে ২৫-এর তরুণীর মতো। নিয়মিত শরীরচর্চা না করলে এই পেটা শরীর পেতেন তিনি?
কিছুদিন আগেও লেগিংস পরা একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন লোপেজ। কিছুদিন পরপরই করেন। কখনো ব্যায়ামের আগে, কখনো বা পরে। তাঁর এই অনবদ্য সিক্স প্যাক শরীরের রহস্য অনেকেরই অজানা। শুধু যে নিয়মিত ব্যায়াম করেন লোপেজ, তা-ই নয়। অ্যালকোহল একদমই পান করেন না এই গায়িকা। সূত্র: ভোগ