চিশতী বাউল আটক
By M A M ALAUDDIN AHMED (AS)
1 month ago
3351

ব্রাক্ষণবাড়ীয়া জেলা
গ্রেফতার হলেন “যদি থাকে নসিবে” খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতী ওরফে বাউল চিশতী।
অনেকেই জানেননা মূলত চিশতী বাউলকে কেন আটক করা হলো ?
ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন মেলার শেষ দিনে গান গাইতে আসে চিশতী বাউল।
গানের এক পর্যায়ে সে বলে
“মাগো আমি পড়বোনা আর হাট্টিমাটিম টিম
মাদরাসাতে পড়বো গিয়ে আলিফ,লাম,মীম”
চিশতী বলে যারা আলিফ,লাম,মীম পড়ে তাদের কুত্তার বাচ্চার মতো ছিড়ে ফেলা উচিত এবং এসব যারা পড়ে তারাই জঙ্গি হয়।
কারণ বাংলা বাদ দিয়ে তারা এটা পড়বে কেন? এতে বাংলার অবমানা হয়।
তারপর আরও বলে যে সূরা ফাতিহা পড়া আর গান গাওয়া একই সওয়াব”
এখান থেকেই ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উন্নয়ন মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইসলাম ধর্ম নিয়ে গানের কথা মিলিয়ে বক্তব্য দেন চিশতি বাউল। বিষয়টি জানতে পেরে শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা শহরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।
নিজের বক্তব্যের জন্য অবশ্য তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে চিশতি বাউল সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে আমার কথা এলোমেলো হয়ে গেছে। আমি এ ঘটনার জন্য অনুতপ্ত।
আলাউদ্দিন আহমেদ
ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি
অরবিট টাইমস