চিটাগংকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে কুমিল্লা

পয়েন্ট তালিকায় এক নম্বর দখলের খেলা চলছে গত ক’দিন ধরে। একবার চিটাগং তো আবার ঢাকা। এই দৌড়ে রংপুরও নেই পিছিয়ে। আজ চিটাগংকে হারিয়ে এক নম্বরের স্বাদ নিলো কুমিল্লা ভিক্টোরিয়ানসও!
গ্রুপ পর্বে দু’দলেরই ১০তম ম্যাচ। নিজেদের মাঠে ভাইকিংস টানা হতাশ করেই চলছে ভক্তদের। ঢাকা, সিলেট পর্বে এক নম্বরে থেকে ভাইকিংসরা এসেছিল ঘরের মাঠে। এখানে এসে টানা তৃতীয় ম্যাচে হার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভাইকিংসরা।
গত তিন দিনে হওয়া ছয় ম্যাচের বেশিরভাগ ম্যাচেই জয় এসেছিল আগে ব্যাট করা দলের পক্ষে। সে হিসেবেই হয়তো টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়েছিল মুশফিকুর রহিম।
ঘরের মাঠে টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই করেছে হতাশ। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে শুরু করেন সাইফউদ্দিন।
আরেক ওপেনার মোহাম্মদ শাহাজাদ বিদায় হন রানআউটের বলি হয়ে ৩৫ বলে ৩৩ রান করে। দুই নম্বরে এতদিন দলের কাণ্ডারি ব্যাটসম্যান ইয়াসির আলিও আজ হতাশ করেছেন শূন্য রানে ফিরে।
শেষদিকে মোসাদ্দেক হোসেনের ২৫ বলে ৪৩ রানে ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৬ রান পর্যন্ত তুলতে পারে স্বাগতিক দল।
কুমিল্লার হয়ে সাইফউদ্দিন, ওহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন মেহেদী হাসান।
জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ানস ওপেনার এনামুল হক বিজয় হতাশ করেন ৮ রানে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার তামিম ইকবাল নিজের দায়িত্বটা পালন করেছেন ভালো মতোই। ম্যাচ শেষ করে ওঠেন অপরাজিত থেকে। তার ব্যাটে আসে ৫১ বলে ৫৪ রান।
এছাড়া শামসুর রহমান করেন ২২ বলে ৩৬ রান। শেষদিকে থিসারা পেরেরা করেন ৭ বলে ১০ রান। তাতে ৭ উইকেটের জয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ভাইকিংসের হয়ে আবু জায়েদ নেন ২ উইকেট আর খালেদ আহমেদ নেন ১টি উইকেট।