চলচ্চিত্র পরিচালনায় আগ্রহ জেনিফার লোপেজের

জেনিফার লোপেজ প্রথমত একজন গায়িকা, অভিনয়ে এসে তিনি সাফল্য পেয়েছেন। এখন তিনি চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠান পরিচালনা করতে চাইছেন। লোপেজ স¤প্রতি তার ‘লিমিটলেস’ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এই গানটি তার অভিনয়ে রোমান্টিক কমেডি ‘সেকেন্ড অ্যাক্ট’ ফিল্মে অন্তর্ভুক্ত আছে। তিনি আরও পরিচালনায় আগ্রহী কী না জানতে চাইলে বলেন, “ অবশ্যই অবশ্যই।”
মিউজিক ভিডিওটি পরিচালনার ব্যাপারে তিনি বলেন, “খুব আনন্দ পেয়েছি।” এতে তার কন্যা অভিনয় করেছেন। “সিয়া চলচ্চিত্রটির জন্য গানটি লিখেছেন। এটিই ‘সেকেন্ড অ্যাক্ট’ ফিল্মের অ্যান্থেম। আমি তাকে বলেছিলাম চলচ্চিত্রটি দেখ এবং বল কি মনে হচ্ছে। অনুপ্রাণিত হলে কিছু একটা লিখে ফেল তারপর সে ‘লিমিটলেস’ গানটি লিখেছে।” “আমার এর আবেগ ভাল লেগেছে। চলচ্চিত্রটি ঠিক এরই মত। এটি নিখুঁত গান সহ নিখুঁত হলিডে ফিল্ম।
আমার মেয়ে ভিডিওতে আছে। এটি আমার স্বপ্নের কাজ, তাই আশা সবাই এটি দেখবে। ‘সেকেন্ড অ্যাক্ট’ ফিল্মে লোপেজ মায়া নামে এক ৪০ বছর বয়সী নারীর ভূমিকায় অভিনয় করেছেন সে জীবনের অপূর্ণতা নিয়ে হতাশায় ভুগছে। শেষে তার স্বপ্নের কাজ পেয়ে গেলে থার জীবনের মোড় ঘুরে যায়। ২০১৯ সালের ৪ জানুয়ারি ফিল্মটি মুক্তি পাবে।