চট্টগ্রামে সেচের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
By Hossain
1 year ago
4254

চট্টগ্রামের চন্দনাইশে সেচের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে চন্দনাইশ উপজেলার কানাইমাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আবিদ, ইফতি ও আরিয়ান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশের চাষের জমিতে সেচ দেয়ার জন্য পানি জমা করে রাখা ছিল একটি ডোবায়। ধারণা করা হচ্ছে, সেই জমিতে খেলতে গিয়ে ডোবার পানিতে ছয় বছর বয়সী আবিদ এবং চার বছর বয়সী ইফতি ও আরিয়ান পড়ে যায়। পরে ডোবা থেকে তিন শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই চাচাতো-জেঠাতো ভাই।