ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

চলতি অক্টোবর (আশি^ন-কার্তিক) মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ-নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘনীভ‚ত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গত সেপ্টেম্বর (ভাদ্র-আশি^ন) মাসে সারাদেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টি ঝরেছে। অক্টোবর মাসে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।
গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সভায় এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির এ সভায় সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদফতরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের অদূরে গতকাল একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভ‚ত হতে পারে। সাধারণত অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ-নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়। যা আশি^ন-কার্তিকের তুফান হিসেবে অতীতকাল থেকেই পরিচিত।
পূর্বাভাসে আরও জানা গেছে, চলতি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। গত সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন বিভাগওয়ারি বৃষ্টিপাতে ছিল অসঙ্গতি। ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে ১৯.৪ এবং খুলনা বিভাগে ২৯.৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তরের জনপদ রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে ১৩৩ শতাংশ বেশি বর্ষণ হয়েছে। সেপ্টেম্বরে রংপুর বিভাগে স্বাভাবিক বর্ষণ ধরা হয় ৪১৭ মিলিমিটার। বাস্তবে বৃষ্টিপাত হয়েছে ৯৭২ মিলিমিটার।
তাছাড়া চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে ২৪.৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৭৩.৬ শতাংশ, সিলেট বিভাগে ৩৯.৬ শতাংশ, রাজশাহী বিভাগে ৪.৩ শতাংশ, বরিশাল বিভাগে ২১.৯ শতাংশ এবং সমগ্র দেশে গড়ে ৩৩.১ শতাংশ বেশিই বৃষ্টিপাত হয়েছে গেল সেপ্টেম্বর মাসে। এরআগে আগস্টে (শ্রাবণ-ভাদ্র) সারাদেশে গড় বৃষ্টিপাত ছিল স্বাভাবিক হারে।