গ্রুপ অব কোম্পানি ড্রিমপ্লয়ের টাঙ্গাইলে আজ "আইটি ইনস্টিটিউট" নিয়ে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে আজ দুপুর ২ ঘটিকায় গ্রুপ অব কোম্পানি ড্রিমপ্লয়ের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড, সাইকেল মার্কেট এর ৩য় তলা নারী ও শিশু শিক্ষা কল্যাণ সমিতি অফিসে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার মূল বিষয় ছিল টাঙ্গাইলে "আইটি ইনিস্টিটিউট" স্থাপন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ড্রিমপ্লয় গ্রুপ অব কম্পানির মূল প্রতিনিধি আবু সাইদ এবং উপস্থিত ছিলেন অরবিট টাইমস নিউজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা আরাদ এবং আইটি ইনস্টিটিউট এর দায়িত্বরত লিডার লাবণ্য। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রিমপ্লয় গ্রুপ অব কোম্পানির টাঙ্গাইল জেলার সকল সদস্যবৃন্দ।
এছাড়া উক্ত আলোচনা সভায় ড্রিমপ্লয় গ্রুপ অব কোম্পানির মূল প্রতিনিধি আবু সাইদ টাঙ্গাইলের "আইটি ইনিস্টিটিউট" এর প্রত্যককে নিজস্ব দায়িত্ব প্রদান করান।