খুলনায় আইটি ইনস্টিটিউট নিয়ে আলোচনা সভায় ড্রিমপ্লয়

খুলনা বন বিলাস, জাহানাবাদে আজ ১০টায় আইটি ইনস্টিটিউট নিয়ে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল । পড়ালেখা শেষ হলে তারপরে নয় বরং এখন থেকেই উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা ও প্রস্তুতি নিতে হবে। ক্যারিয়ারের এই উঠতি সময়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতনতা স্বনির্ভরতা সৃষ্টি করাই ছিল আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানের সূচনাতেই বাংলাদেশের আইটিতে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রীমপ্লয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব নূর ইসলাম নূর,জেলা লিডার রফিকুল খন্দকার,আইটি ইনস্টিটিউট এর কান্ট্রি লিডার মোঃ আবু সাঈদ এবং প্রতিষ্ঠাতা সদস্য জনাব মনিরুল ইসলাম।
উদ্বোধনী ভাষণে তিনি উদ্যোক্তা জীবনের অমসৃণ চলার পথ সম্পর্কে আগে থেকেই সচেতন করেন এইসব উদীয়মান উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের। এছাড়া আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজে বৈপ্লবিক পরিবর্তনের তাৎপর্য ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন । উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সফলতার পথ খোঁজার উপায়গুলো প্রতিটি জেলায় আইটি প্রতিষ্ঠা করার লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন।
বক্তারা প্রত্যেকেই দেশের বেকারত্ব সমস্য নিরসনের জন্য দেশে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হতে তরুন সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে পরামর্শ প্রদান করেন। দেশের কিশোর-কিশোরীরাই দেশের যুবসমাজ কর্মসংস্থানের সৃষ্টির জন্য বেকারত্ব দূরীভূত করার লক্ষ্যে উদ্যোক্তা হয়ে সামাজিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন খুলনা ড্রিমপ্লয়ের প্রতিনিধি ও সম্মান্বিত সদস্য জেলা লিডার রফিকুল খন্দকার এবং অন্যান্য লিডারবৃন্দ।
উল্লেখ্য টাঙ্গাইল থেকে এবছর ড্রিমপ্লয়ের আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে এবং এর পরে দেশের প্রত্যেক জেলায় একই ধরনের আয়োজন করা হবে পর্যায়ক্রমে- এই আশাবাদ ব্যক্ত করেন জনাব নূর ইসলাম নূর।