এরদোগানকে জড়িয়ে ধরে কাঁদলেন ফিলিস্তিনি বৃদ্ধ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলে সেখানে এরদোগানকে পেয়ে আবেগে আপ্লুত
হয়ে পড়েন উপস্থিত ফিলিস্তিনি, তুর্কি ও অন্যান্য মুসলিম নাগরিকরা। খবর ডেইলি
সাবাহর।
টার্কি-আমেরিকান স্টিয়ারিং কমিটির (টিএএসসি) উদ্যোগে একটি মিটিংয়ে
যোগ দেয়ার জন্য নিউইয়র্ক পৌঁছালে সেখানে এরদোগানকে উষ্ণ সংবর্ধনা দেন সেখানকার
উপস্থিত বিভিন্ন মুসলিম নাগরিকরা।
এ সময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মুসলিম এরদোগানকে স্বাগত জানাতে
প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে 'উই লাভ এরদোগান', উই লাভ তুর্কি'
লেখা প্লাকার্ড দেখা যায়।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যমটি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে
দেখা যাচ্ছে ৭৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক আবু বকর সেরাগ আবেগাপ্লুত হয়ে
প্রথমে এরদোগানের পায়ে সালাম করেন। পরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন।
তিনি বলেন, আমি খুবই আনন্দিত। এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি
কিছু মনে হচ্ছে। আমার ৭৮ বছরের জীবনে আমি এরদোগানের চেয়ে বেশি অন্য কোন নেতাকে
ভালবাসিনি। আমি যদি পারতাম তবে এরদোগানের নিরাপত্তার জন্য জীবন দিয়ে দিতাম। আমি
এরদোগানকে তিন পৃষ্ঠার একটি চিঠি লিখেছি এবং বলেছি সমগ্র মুসলিম সম্প্রদায় তার
সাথে আছেন।
এসময় বক্তারা এরদোগানের বিশ্বব্যাপী নেতৃত্ব ও মানবিকতার প্রশংসা
করেন।