উত্তেজনা বাড়িয়ে নতুন সামরিক বিমান ঘাঁটি তৈরি করছে কাতার

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার নতুন সামরিক বিমান ঘাঁটি বানাতে যাচ্ছে কাতার। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বর্তমান আল উদেইদ বিমান ঘাঁটিকে সম্প্রসারণ করা হবে এবং তামিম বিমান ঘাঁটি তৈরি করা হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, কাতারে অবস্থিত আল উদেইদ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটি। যেখানে মোতায়েন রয়েছে প্রায় ১১ হাজার মার্কিন সেনা।
এদিকে কিউএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আহমেদ ইব্রাহিম আল মালকি বলেন, তামিম বিমান ঘাঁটিতে থাকবে নতুন নতুন যুদ্ধবিমান ও অত্যাধুনিক ব্যবস্থাপনা। থাকবে ফ্রান্সের রাফালে ফাইটারস, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, ইউরোপের যুদ্ধবিমান টাইফুন এবং অন্যান্য উন্নত যুদ্ধবিমান। নির্দেশনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার করা হবে সর্বাধুনিক রাডার ও যোগাযোগ ব্যবস্থা। বাহিনী নতুন ধরণের পদ্ধতি ও ব্যবস্থাপনা পুনর্গঠনে কাতারের বিমান বাহিনী কাজ করবে।
এছাড়া পেনিনসুলা সংবাদপত্র থেকে জানা যায়, নতুন বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির নামে।