ইসরাইলের হামলায় নিহত ২ এবং আহত ১৪

২০১৪ সালের
পর গাজায় সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২ জন নিহত এবং ১৪ জন আহত হন। হামাসের রকেট হামলার কারনেই ইসরাইল
এ হামলা চালিয়েছে ।
পশ্চিম গাজার স্বাস্থ্য মন্ত্রী জানান, ইসরাইলের এ হামলায় পশ্চিম গাজায় আলেকুতাবা নামে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর আমির আল-নিমরি (১৫) ও লুয় কাহেল (১৬) মারা গেছেন । এছাড়া আরো ১২ জন আহত হয়।
মেঘনা নদীতে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ
একটি টুইটার পোস্টে, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে এটি একটি "উচ্চাভিলাষী ভবন" লক্ষ্য করে এবং সন্ত্রাসীদের লক্ষ্য করে রকেট ও মটার নিক্ষেপ করা হয় । এই হামলার পূর্বে বাস্তুচ্যুতদের সতর্ক করে দিয়েছিল। তিনি আরো বলেন, গাজা লক্ষ্য করে ২৪ ঘন্টায় তারা প্রায় ৯০টি মটার এবং রকেট নিক্ষেপ করেন।
আরোও একটি
পৃথক ইসরায়েলি বিমান
হামলায় আরও দুইজন আহত হয়েছে, যার ফলে গাজার বিভিন্ন অঞ্চলে মোট ১৪
জন আহত হয়েছে।
আল জাজিরা
সূত্রে জানা যায়, যে দুই জন মারা গেছেন, হামলার সময় একটি পরিত্যক্ত বাড়ির ছাদে তারা
খেলা করছিল।
এই হামলার পর পরই দ্রুত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ বিরতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর । যদিও ইসরাইল বিষয়টি এখনো স্বীকার করে নিই।